
১- আমরা দিচ্ছি সঠিক খরচে মানসম্মত সেবা, উন্নতমানের আবাসন ও খাবারের ব্যাবস্থা।
২- আমাদের আছে এক ঝাক আলেম গাইড, যারা হজ্বের প্রতিটি রোকন হাজ্বীদের খুব ভালো ভাবে বুঝিয়ে দেন, হজ্বের প্রতিটা কাজের আগে সেই কাজ সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। প্রতিজন হাজ্বীর হজ্বের সব রোকন ঠিকমত আদায় হলো কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন।
৩- আমরা হাজ্বীদের প্যাকেজ অনুযায়ী পরিচ্ছন্ন এবং আরামদায়ক আবাসন ব্যাবস্থা করে থাকি, যেখান থেকে হাজ্বীগন সহজেই হারামাইন শরিফাইনে যাতায়াত করতে পারেন, ৫ ওয়াক্ত নামাজ হারামাইনে আদায় করতে পারেন।
৪- হাজ্বীদেরকে তিনবেলা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুরে ও রাতে ডাইনিং হলে ব্যুফে সিস্টেমে খাবার পরিবেশন করা হয় যেন প্রত্যেকে নিজের প্রয়োজন মত কম বা বেশী খাবার নিয়ে খেতে পারেন। খাবার কারো কম হয়না আবার কারো খাবার অতিরিক্ত হয়ে রুমে রুমে অপচয় হয়না।
৫- বয়স্ক ও দুর্বল হাজ্বীদের জন্য আমাদের আছে স্পেশাল সার্ভিস, আলোচনা সাপেক্ষে গাড়ি, হুইল চেয়ার ইত্যাদি ব্যাবস্থা করা হয়।
৬- মক্কা ও মদিনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করানো হয়, এবং প্রত্যেকটি যায়গা সম্পর্কে হাজ্বীদেরকে শর্ট ব্রিফ দেয়া হয়।
৭- কুরবানি বাদে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা এয়ারপোর্টে ফেরত আসা পর্যন্ত হজ্বের যাবতীয় খরচ হজ্ব প্যাকেজের অন্তর্ভুক্ত।
৮- আমরা ২০১২ থেকে শুরু করে এখন পর্যন্ত বিগত দশ বছর ধরে আলহামদুলিল্লাহ অত্যান্ত সুনামের সাথে হজ্ব কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এই ফেসবুক পেজও ২০১৩ থেকে একটিভ আছে। প্রতি হজ্ব সিজনের অনেক ভিডিও, লাইভ ভিডিও, হোটেল রুম- খাবার ব্যাবস্থা ইত্যাদির ছবি ও ভিডিও আমাদের পেজের পুরোনো পোষ্টগুলোতে পাবেন।
২০২৩ এ হজ্বে যেতে আগ্রহীগন দ্রুত যোগাযোগ করুন। রেজিস্ট্রেশন এর সময় অত্যান্ত সীমিত।
আল্লাহ সবাইকে হজ্বে মাবরুর নসীব করুন, আমীন।
No comment yet, add your voice below!