post 06

১- আমরা দিচ্ছি সঠিক খরচে মানসম্মত সেবা, উন্নতমানের আবাসন ও খাবারের ব্যাবস্থা।

২- আমাদের আছে এক ঝাক আলেম গাইড, যারা হজ্বের প্রতিটি রোকন হাজ্বীদের খুব ভালো ভাবে বুঝিয়ে দেন, হজ্বের প্রতিটা কাজের আগে সেই কাজ সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন। প্রতিজন হাজ্বীর হজ্বের সব রোকন ঠিকমত আদায় হলো কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন।

৩- আমরা হাজ্বীদের প্যাকেজ অনুযায়ী পরিচ্ছন্ন এবং আরামদায়ক আবাসন ব্যাবস্থা করে থাকি, যেখান থেকে হাজ্বীগন সহজেই হারামাইন শরিফাইনে যাতায়াত করতে পারেন, ৫ ওয়াক্ত নামাজ হারামাইনে আদায় করতে পারেন।

৪- হাজ্বীদেরকে তিনবেলা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুরে ও রাতে ডাইনিং হলে ব্যুফে সিস্টেমে খাবার পরিবেশন করা হয় যেন প্রত্যেকে নিজের প্রয়োজন মত কম বা বেশী খাবার নিয়ে খেতে পারেন। খাবার কারো কম হয়না আবার কারো খাবার অতিরিক্ত হয়ে রুমে রুমে অপচয় হয়না।

৫- বয়স্ক ও দুর্বল হাজ্বীদের জন্য আমাদের আছে স্পেশাল সার্ভিস, আলোচনা সাপেক্ষে গাড়ি, হুইল চেয়ার ইত্যাদি ব্যাবস্থা করা হয়।

৬- মক্কা ও মদিনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করানো হয়, এবং প্রত্যেকটি যায়গা সম্পর্কে হাজ্বীদেরকে শর্ট ব্রিফ দেয়া হয়।

৭- কুরবানি বাদে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা এয়ারপোর্টে ফেরত আসা পর্যন্ত হজ্বের যাবতীয় খরচ হজ্ব প্যাকেজের অন্তর্ভুক্ত।

৮- আমরা ২০১২ থেকে শুরু করে এখন পর্যন্ত বিগত দশ বছর ধরে আলহামদুলিল্লাহ অত্যান্ত সুনামের সাথে হজ্ব কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এই ফেসবুক পেজও ২০১৩ থেকে একটিভ আছে। প্রতি হজ্ব সিজনের অনেক ভিডিও, লাইভ ভিডিও, হোটেল রুম- খাবার ব্যাবস্থা ইত্যাদির ছবি ও ভিডিও আমাদের পেজের পুরোনো পোষ্টগুলোতে পাবেন।

২০২৩ এ হজ্বে যেতে আগ্রহীগন দ্রুত যোগাযোগ করুন। রেজিস্ট্রেশন এর সময় অত্যান্ত সীমিত।
আল্লাহ সবাইকে হজ্বে মাবরুর নসীব করুন, আমীন।

Recommended Posts

No comment yet, add your voice below!


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

post 04

হজ্বের সফরে আল ওয়াসি হজ্ব গ্রুপের হাজ্বিদের জন্য ব্যুফে স্টাইলে খাবার সার্ভ করা হয়।
এভাবে খাবার সার্ভ করার সুবিধা হলো,

খাবার প্যাকেট করে রুমে দিলে সবার যেন পর্যাপ্ত হয় এভাবে দেয়া হয়, কিন্তু অনেকেই সব খাবার শেষ করতে পারেন না যার কারনে খাবার নষ্ট হয়, আবার কারো কারো বেশী খাবার দরকার হতে পারে৷ ডাইনিং এ ব্যুফে সিস্টেমে খেলে সবাই নিজের প্রয়োজনমত যতবার ইচ্ছা খাবার নিয়ে খেতে পারেন। যার কম দরকার কম নেন, যার বেশী দরকার বেশী নেন। খাবার নষ্টও হয়না আবার কারো কমও পরেনা।

এছাড়া রুমে খাবার খেলে রুম নোংরা হয়, অনেকে লেফট ওভার খাবার রুমে রেখে দেন সেখান থেকে দুর্গন্ধ হয়৷ ডাইনিং সিস্টেমে এসব থেকে বাঁচা যায়।

আলহামদুলিল্লাহ আমাদের হাজ্বী সাহেবরা সবাই সুস্থ আছেন, বর্তমানে মক্কায় হিজরাহ রোডে হোটেল তারায় অবস্থান করছে। এখানে কিছুদিন থাকার পর মদিনায় যাবেন, এরপর দেশে ফিরবেন ইনশাআল্লাহ।

Recommended Posts

post 04

হজযাত্রী নিবন্ধনের ক্রমিক ( প্রাথমিক ভাবে)
সরকারি : ৪২২৯৩ পর্যন্ত
বেসরকারি: ৭০৮৩৬৪ পর্যন্ত

(আপনি প্রি-রেজিস্ট্রেশন করে থাকলে ম্যাসেজের মাধ্যমে যে সিরিয়াল নাম্বার পেয়েছেন তার সাথে মিলিয়ে দেখতে পারেন এবার আপনি সিরিয়ালে আছেন কিনা)

এই ক্রমিক সংখ্যার মধ্য থেকে সবাই মূল রেজিস্ট্রেশন না করলে পরবর্তি প্রি-রেজিস্ট্রেশনকারীরা সুযোগ পেতে পারেন, ইনশাআল্লাহ।

Recommended Posts

post 04

ভিন্ন দু’টি ফ্লাইটে সর্বমোট ৫৯ জন মেহমান নিয়ে আল-ওয়াসি ট্রাভেলসের কর্ণধার- মাওলানা abdul gaffar khan সাহেব বর্তমানে মক্কায় অবস্থান করছেন।

কাফেলা বড় হওয়ার কারনে ওমরাহর সকল কার্যক্রম দুই গ্রুপে সম্পন্ন করা হবে, ইতিমধ্যে লালবাগের বিশিষ্ট ব্যবসায়ী ও আলেমগণ দ্বারা গঠিত কাফেলার উমরা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ!

➡️ যারা ২০২৩ সালে হজ্জে যাওয়ার নিয়্যাত করে নিবন্ধন করে রেখেছেন, তারা দ্রুত পাসপোর্ট করে ফেলুন।
আগামী ৩০ জানুয়ারির মধ্যে হজ্জ প্যাকেজ ঘোষনা হবে, ইনশাআল্লাহ।

Recommended Posts

post 03

থাকছে হজ্ব এবং ওমরার বিশেষ কিছু অফার শুধুমাত্র মেলার জন্য।🕋

আসসালামু-আলাইকুম। হজ্ব এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ১৭,১৮ ও ১৯ নভেম্বর ২০২২ এ ৩ দিন ব্যাপি হজ্ব ও উমরা ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উক্ত হজ্ব মেলায় আল-ওয়াসি ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপের ষ্টলে আপনারা সবাই আমন্ত্রিত , স্টল নাম্বার ১০১-১০২।

আমাদের ষ্টলে আপনারা পাবেন তাৎক্ষণিক প্রি-রেজিস্ট্রেশনের সুবিধা। প্রি-রেজিস্ট্রেশন করলেই থাকছে আকর্ষণীয় গিফ্ট ভাউচার,

গিফট ভাউচারের মাধ্যমে হজ্বে যাবার পূর্বে আপনারা পাবেন হজ্বের জন্য জরুরি কিছু উপহার যেমন –

১/ উন্নত মানের ২ সেট ইহরামের কাপড় অথবা মহিলাদের জন্য মান সম্মত বোরকা ও হিজাব।

২/ একটি বড় ট্রলি ব্যাগ

৩/ মিনা আরাফার ব্যাগ

৪/ পাথরের ব্যাগ ইত্যাদি

এ ছাড়াও আল-ওয়াসি ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপের ষ্টলে পাবেন

১/ হজ্ব ও উমরার প্যাকেজ সমূহের ধারনা ,

২/ বিকাল ৫টা হতে রাত ৮টা পযর্ন্ত আমাদের সাথে অতীত এ হজ্ব পালন কারি বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময়ের সুযোগ,

৩/ এবং একজন অভিজ্ঞ গাইডের মাধ্যমে সম্পূর্ন হজ্বের দিক নির্দেশনা জানতে পারবেন।

এরকম আরো বহু সার্ভিস নিয়ে এবারের হজ্ব ও উমরা ফেয়ারে আল-ওয়াসি ট্রাভেলস এন্ড হজ্ব গ্রুপ থাকছে আপনার পাশে।

Recommended Posts

Post 02

আজ শুক্রবার বাদ মাগরিব দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন ইনশাআল্লাহ।

আপনারা আমন্ত্রীত…

স্থান- লিলি শপিং কমপ্লেক্স, রাজ নারায়ন ধর রোড, কিল্লার মোড়, লালবাগ, ঢাকা।
+8801764039990

Recommended Posts

Post 01

আগ্রহীগন দ্রুত আপনাদের কোটা সংরক্ষন করুন।

দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর এবার পুরোদমে শুরু হয়েছে হজ্ব কার্যক্রম, ২০২২ এ অর্ধেক ধারন ক্ষমতার হাজ্বী নেয়া হলেও ২০২৩ থেকে সম্পূর্ন ধারন ক্ষমতার হাজ্বী নেয়া হবে বলে আশা করা যাচ্ছে, আগে থেকেই প্রচুর রেজিস্ট্রেশন জমা হয়ে আছে এবং এখনো প্রতিদিন অনেক অনেক রেজিস্ট্রেশন হচ্ছে। তাই একদিন দেরী করার মানেই সিরিয়ালে অনেকখানি পিছিয়ে পড়া৷

সুতরাং যারা হজ্বে যেতে আগ্রহী আছেন, দ্রুত সময়ে প্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার কোটা সংরক্ষন করুন।

প্রি রেজিস্ট্রেশন করতে লাগবে-
১-আপনার জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি
২- মোবাইল নাম্বার
৩- ৩০৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা।

(চলমান ওমরাহ প্যাকেজের জন্য পেজে চোখ রাখুন)

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা

আলওয়াসি ট্রাভেলস
ঢাকা অফিস
১০৬/ক কসমিক টাওয়ার, (১০ তলা), বক্স কালভার্ট রোড, নয়া পল্টন, বিজয়নগর, ঢাকা।

খুলনা অফিস
১৮/এ, ইডেন প্লাজা, (আড়ং এর লিফটের ৫), খুলনা

ফোন/হোয়াটস আপ +880 1711-127103

মেইল alwasitravels@gmail.com

Recommended Posts