হজ্বের সফরে আল ওয়াসি হজ্ব গ্রুপের হাজ্বিদের জন্য ব্যুফে স্টাইলে খাবার সার্ভ করা হয়।
এভাবে খাবার সার্ভ করার সুবিধা হলো,
খাবার প্যাকেট করে রুমে দিলে সবার যেন পর্যাপ্ত হয় এভাবে দেয়া হয়, কিন্তু অনেকেই সব খাবার শেষ করতে পারেন না যার কারনে খাবার নষ্ট হয়, আবার কারো কারো বেশী খাবার দরকার হতে পারে৷ ডাইনিং এ ব্যুফে সিস্টেমে খেলে সবাই নিজের প্রয়োজনমত যতবার ইচ্ছা খাবার নিয়ে খেতে পারেন। যার কম দরকার কম নেন, যার বেশী দরকার বেশী নেন। খাবার নষ্টও হয়না আবার কারো কমও পরেনা।
এছাড়া রুমে খাবার খেলে রুম নোংরা হয়, অনেকে লেফট ওভার খাবার রুমে রেখে দেন সেখান থেকে দুর্গন্ধ হয়৷ ডাইনিং সিস্টেমে এসব থেকে বাঁচা যায়।
আলহামদুলিল্লাহ আমাদের হাজ্বী সাহেবরা সবাই সুস্থ আছেন, বর্তমানে মক্কায় হিজরাহ রোডে হোটেল তারায় অবস্থান করছে। এখানে কিছুদিন থাকার পর মদিনায় যাবেন, এরপর দেশে ফিরবেন ইনশাআল্লাহ।