হজ্ব ২০২২ 🕋❤️ আল ওয়াসী হজ্ব গ্রুপের হাজ্বী সাহেবদের খাবারের ব্যাবস্থা।

post 04

হজ্বের সফরে আল ওয়াসি হজ্ব গ্রুপের হাজ্বিদের জন্য ব্যুফে স্টাইলে খাবার সার্ভ করা হয়।
এভাবে খাবার সার্ভ করার সুবিধা হলো,

খাবার প্যাকেট করে রুমে দিলে সবার যেন পর্যাপ্ত হয় এভাবে দেয়া হয়, কিন্তু অনেকেই সব খাবার শেষ করতে পারেন না যার কারনে খাবার নষ্ট হয়, আবার কারো কারো বেশী খাবার দরকার হতে পারে৷ ডাইনিং এ ব্যুফে সিস্টেমে খেলে সবাই নিজের প্রয়োজনমত যতবার ইচ্ছা খাবার নিয়ে খেতে পারেন। যার কম দরকার কম নেন, যার বেশী দরকার বেশী নেন। খাবার নষ্টও হয়না আবার কারো কমও পরেনা।

এছাড়া রুমে খাবার খেলে রুম নোংরা হয়, অনেকে লেফট ওভার খাবার রুমে রেখে দেন সেখান থেকে দুর্গন্ধ হয়৷ ডাইনিং সিস্টেমে এসব থেকে বাঁচা যায়।

আলহামদুলিল্লাহ আমাদের হাজ্বী সাহেবরা সবাই সুস্থ আছেন, বর্তমানে মক্কায় হিজরাহ রোডে হোটেল তারায় অবস্থান করছে। এখানে কিছুদিন থাকার পর মদিনায় যাবেন, এরপর দেশে ফিরবেন ইনশাআল্লাহ।

প্রি-রেজিস্ট্রেশনকারী হজ্বযাত্রীদের মধ্যে এবার হজ্বে যেতে পারবেন যারা

post 04

হজযাত্রী নিবন্ধনের ক্রমিক ( প্রাথমিক ভাবে)
সরকারি : ৪২২৯৩ পর্যন্ত
বেসরকারি: ৭০৮৩৬৪ পর্যন্ত

(আপনি প্রি-রেজিস্ট্রেশন করে থাকলে ম্যাসেজের মাধ্যমে যে সিরিয়াল নাম্বার পেয়েছেন তার সাথে মিলিয়ে দেখতে পারেন এবার আপনি সিরিয়ালে আছেন কিনা)

এই ক্রমিক সংখ্যার মধ্য থেকে সবাই মূল রেজিস্ট্রেশন না করলে পরবর্তি প্রি-রেজিস্ট্রেশনকারীরা সুযোগ পেতে পারেন, ইনশাআল্লাহ।